Message from Principal

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ কর্তৃক নির্দেশক্রমে অত্র বিদ্যালয়ের জন্য অতি অল্প সময়ে ডাইনামিক ওয়েভ সাইট তৈরি হয়েছে শুনে আমি মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করছি। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগালে। দৈনন্দিন জীবনে লেনদেন, হিসাব-নিকাশ, লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, আদান-প্রদানসহ সকল প্রকার ব্যবস্থাপনা প্রশাসনিক ও একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তির আওতাধীন। অত্র প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েভ সাইট থাকার কারণে ছাত্র, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি, এলাকাবাসী এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল মহল ও দপ্তর উপকৃত হবে। এতে শিখন-শিখানো আরও অধিক ফলপ্রসু হবে এবং বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশাবাদী। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্পসময়ে বিদ্যালায়ের ইতিহাস, ছাত্র, শিক্ষক শিক্ষিকাদের তথ্য, সকল পরীক্ষার ফলাফল, বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠনের অর্জন ও প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবে. ডিজিটালাইজেশনের এ যুগে ওয়েব সাইটের বিকল্প নেই।

আমি অত্র প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।